মোঃ রহমাতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আগামী এপ্রিলে ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ। ইতিপূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং আজ ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল লাস্ট সময় ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন বর্ষীয়ান নেতা বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কে নিয়ে নির্বাচন ভবনে এসে মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেন। তিনিই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদি তিনি মনোনয়ন প্রত্যাহার না করেন তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরী হিসেবে তিনি অধিষ্ঠিত হবেন। এর আগে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সকাল প্রধানমন্ত্রর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু ১৯৪৯ সালের ১০ই ডিসেম্বর পাবনার উপজেলার শিবরামপুর এ জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি ডিগ্রি লাভ করেন এর পরে তিনি বিসিএস (আইন) ক্যাডার হয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি জেলা জজ ও দায়রা জজ ছিলেন। ২০১১সালের ১৪ই মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হন যা ২০১৬ সাল পর্যন্ত চলমান থাকে। তিনি ব্যাক্তিগত জীবন রেবেকা সুলতানার সাথে জীবন কাটিয়েছেন এবং তিনি ১সন্তানের জনক। তিনি পাবনা জেলার ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে যুবলীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেফতার করে ৩ বছর কারাবরণ করেন। তিনি আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় পরিষদের নির্বাচন কমিশনার ছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই হবেন বাংলাদেশের আগামী অভিভাবক অর্থাৎ ২২তম রাষ্ট্রপতি।
Leave a Reply