সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ থানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাসযাত্রীরা। তবে তার কাছ থেকে কী পরিমাণ টাকা হাতিয়ে নেয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
হাসপাতালে নিয়ে যাওয়া বাসযাত্রী মো. পাভেল হোসেন জানান, মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে যাচ্ছিলেন ইকবাল। পথে অচেতন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখে প্রথমে তাকে বারডেম হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় প্রতিবছর চক্ষু রোগে আক্রান্তে ভুগছে ৩ লাখ শিশু
ভুক্তভোগী ইকবালের ভাগনিজামাই আ. ওহাব জানান, তার বাড়ি বগুড়া সদর উপজেলার বাইনপাড়া গ্রামে। এলাকায় মুরগির খামার রয়েছে তার। একটি বিশেষ কাজে রোববার রাতে তিনি বগুড়া থেকে ঢাকায় আসেন। দুপুরে তার মোবাইল ফোন থেকে জানানো হয় তিনি হাসপাতলে ভর্তি।
তিনি আরও জানান, ইকবালের সঙ্গে ২টি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। তার সঙ্গে কী পরিমাণ টাকা ছিল তা-ও জানেন না তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানো পর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে থাকা টাকা-পয়সা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।
Leave a Reply