জয়পুরহাটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলার মৃত রবিয়া মন্ডলের ছেলে সিএনজি ড্রাইভার আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন (২৮), জয়পুরহাট বুলুপাড়ার ফেরদৌসের স্ত্রী এবং ক্ষেতলাল বিআরডিবি অফিসের সহকারী মাঠ কর্মকর্তা সাহিনুর বেগম (৩৮), পৌর এলাকার শাখারুঞ্জু চৌধুরীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাফিস হোসেন (২২), উপজেলার নশিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০) তার গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলায়।
অপরদিকে ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন গুরুতর আহতাবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে ক্ষেতলাল যাচ্ছিলেন। এ সময় ক্ষেতলাল মালিপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত আর বাকি চারজন আহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করে থানায় আনা হয়েছে, তবে ট্রাকচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয় না।
Leave a Reply