নয়ন, উজিরপুরঃ বরিশালের উজিরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তির নাম কামাল সিকদার (৪২)। তিনি ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বর কান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নতুন শিকারপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামাল সিকদারের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী গাড়ি চলাচলে যানজটের দুর্ভোগ সৃষ্টি হয়।
২০২২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২২৯ জনের
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।
Leave a Reply