পারভেজ হোসেন শুভঃ
শব্দদূষণ একধরনের মারাত্মক পরিবেশদূষণ। আমাদের সঠিক অনুধাবনের অভাবে দিন দিন এই দূষণের মাত্রা বেড়েই চলেছে এমনই একটি প্রতিষ্ঠান বরিশাল ০১ নং ওয়ার্ড কাউনিয়া বিসিক রোডে আবাসিকস্থ এলাকায় আল্লাহর দান অটো ওয়ার্কসপে দীর্ঘদিন যাবত চলে আসছে শব্দদূষণ এবং বহু ক্যামিকেল ব্যবহার। যা ইতিমধ্যে অসুস্থ সহ বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হয়েছে। এ নিয়ে আশপাশের ১৩ টি পরিবার মিলে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরাবর সোমবার ১২ ডিসেম্বর একটি লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ২২ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে পর্যবেক্ষণের জন্য বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া ও তার সহকর্মী এসে পর্যবেক্ষণ শেষে একটি নোটিশের মাধ্যমে এক মাসের মধ্যে ওরার্কসপ মালিক মোঃ বসির খান এবং জমির মালিক জানে আলম খান, তাদের ওয়ার্সপ বন্ধের নিষেধাজ্ঞা আরোপ ও স্থান পরিবর্তন করে ফাঁকা জায়গায় সরানোর জন্য বলা হলেও তা না মেনেই এখনো চালিয়ে যাচ্ছেন পরিবেশ দূষিত ওয়ার্কাপটির কার্যক্রম এ নিয়ে দৈনিক সবুজ বিপ্লব পত্রিকায় এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া সাথে কথা বল্লেও এখন ও কোনো ব্যাবস্থা গ্রহন করা হয়নি জানায় ভুক্তভোগী পরিবারগুলো অন্যদিকে ওয়াকসপ টির মালিক বশির খান ক্ষিপ্ত হয়ে অনেক রাত পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেন তাতে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। ভুক্তভোগী পরিবারের দাবি এই ওয়ার্কসপের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে উত্তোলন করে শব্দদূষণ থেকে ব্যহত করার।
Leave a Reply