নিজস্ব প্রতিবেদক ॥ ভাঙ্গা গড়ার খেলায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আওতাভুক্ত উপজেলা কমিটি। যা সাধারন মানুষের হাসির খোরাকে পরিনত হয়েছে। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বের পালা বদলের খেসারত গুনছে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী গত ১৫ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ বরিশাল সদর উপজেলা বিএনপি এবং ২২সালের ৮নভেম্বর বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে ১৯জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর মোহনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই কর্মীসভায় সকলের মতামতের ভিত্তিতে বরিশাল সদর উপজেলা বিএনপি’র পূর্বের কমিটি বিলুপ্ত করে নিয়মতান্ত্রিকভাবে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মী সভায় বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে আলহাজ্ব নুরুল আমিনের নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতি ক্রমে উপস্থিত সকলে সমর্থন করেন। কর্মীসভায় উপস্থিত ছিলেন তৎকালীন বরিশাল দক্ষিন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান নানটু, সদস্য সচিব অ্যাডভোকেট আক্তার হোসেন তালুকদার মেবুল, বর্তমান দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক টিমের সদস্যসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এমনকি ঐ কর্মীসভায় সাবেক সভাপতি এনায়েত হোসেন বাচ্চুর ছোট ভাই কাজী ফিরোজ আলমও উপস্থিত ছিলেন। বাকেরগঞ্জ উপজেলায়ও একই নিয়মে কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘোষণার পর ২০২২ সালের ১৫ নভেম্বর বরিশাল দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পদে পরিবর্তন আসে। যাতে আবুল হোসেন খান কে আহবায়ক এবং এ্যাড. আবুল কালাম শাহীন কে সদস্য সচিব করা হয়। আবুল হোসেন খান এবং আবুল কালাম শাহীন দক্ষিন জেলা বিএনপির নেতৃত্বে আসার পরে হঠাৎ করে গত ৬ ফেব্রুয়ারি দলের গঠনতন্ত্র, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই দুই নেতার মতামতের ভিত্তিতে বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করে তড়িৎ গতিতে বিতর্কিতদের দিয়ে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ভাঙ্গা-গড়ার খেলায় যেমন দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তেমনি সর্বমহলে হাস্যরসেরও খোরাক জুগিয়েছে। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। ২০২২সালের ১৫ সেপ্টেম্বরে গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো ক্লিন ইমেজের নেতাদের দ্বারা। যারা বহু রাজনৈতিক মামলা-হামলার শিকার হলেও দলের স্বার্থের বাহিরে গিয়ে অন্যায়ের সাথে আপোষ করেনি কখনো। বর্তমানে কমিটির আহবায়ক করা হয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপির সদর উপজেলার সাবেক ১৪বছরে সভাপতি এ্যাডঃ এনায়েত হোসেন বাচ্চুকে দিয়ে। যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। সে সরকারদলীয় লোকজনের সাথে আঁতাত করে চলছে বলে দলের অনেক নেতাকর্মী তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ করেছেন। তাছাড়া এই এনায়েত হোসেন বাচ্চু, সাবু ও মন্টু খান গত ১৫সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, রায়পাশা কড়াপুর ইউনিয় বিএনপির সাবেক সভাপতি, বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন কে আহবায়ক করে কমিটি ঘোষনা দেয়ার পর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৬সেপ্টেম্বর দলের শীর্ষ নেতাদের ছবিতে ঝাড়ু পেটা, সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। এতকিছুর পরেও ত্যাগী ক্লিন ইমেজের নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের যুক্ত করে কি কারনে তড়িঘড়ি করে নতুন আহবায়ক কমিটি দিতে হলো তা নিয়ে সদর উপজেলা তথা বরিশাল বিএনপিতে চলছে নানা আলোচন-সমালোচনা। কেউ কেউ বলছে অদৃশ্য শক্তির কাছে বরিশাল দক্ষিন জেলা বিএনপির আহবায়ক-সদস্য সচিব এর নৈতিক পরাজয় হয়েছে। তবে নৈতিক পরাজয়ের বিষয়টি সামনে আসলেও দেখা গেছে দক্ষিন জেলা বিএনপির আহবায়ক-সদস্য সচিব দুটি উপজেলার জন্য দুই ধরনের চিঠি ইস্যু করেছে। দেখা গেছে তড়িঘড়ি করে বরিশাল সদর উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা করলেও বাকেরগঞ্জ উপজেলার চিঠিতে উল্লেখ ছিল তৃণমূলের মতামত নিয়ে অথবা প্রয়োজনে গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে। তবে কি কারনে বরিশাল সদর উপজেলায় দক্ষিন জেলা বিএনপির আহবায়ক-সদস্য সচিবের একক সিদ্ধান্তে কমিটি দেয়া হলো তা নিয়ে দলের ভিতরে গুঞ্জন চলছে। কেউকেউ বলছে এখানে দলের চেয়ে দক্ষিণ জেলা বিএনপি নেতারা ব্যক্তি স্বার্থের প্রধান্য দিয়েছে। বাকেরগঞ্জের বেলায় শুধু কৌশল পরিবর্তন করা হয়েছে। এজন্যই বাকেরগঞ্জের চিঠিতে নেতাকর্মীদের দেখানোর জন্য হলেও তৃণমূল নেতাকর্মীদের মতামত কিংবা গোপন ভোটের কথা উল্লেখ করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীরা আশা রাখেন চলমান আহবায়ক কমিটি বাতিল করে বরিশাল সদর উপজেলা বিএনপিতে ত্যাগী ক্লিন ইমেজের নেতাকর্মীদের সমন্নয়ে একটি স্বচ্ছ কমিটি দেখার। এব্যাপারে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন বলেন, কেন্দ্রের নির্দেশে দল পুনর্গঠনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলার জন্য দুই নিয়ম করা হলো কেন তা জানতে চাইলে তিনি বলেন, আহব্বায়ক আবুল হোসেন খান বাকেরগঞ্জে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য কেন্দ্র থেকে অনুমতি এনেছে। বরিশাল সদর উপজেলায় একজন ত্যাগী সরকার দলীয় হামলা-মামলার শিকার সকলের মতামতের ভিত্তিতে কর্মী সভার মাধ্যমে নির্বাচিত নেতাকে বাদ দিয়ে কেন একজন সরকার দলের সাথে আঁতাতকারী হিসেবে অভিযুক্ত নেতাকে আহবায়ক করা হলো এমন প্রশ্নের জবাবে এ্যাড. আবুল কালাম শাহীন প্রতিবেদকে জানান পূর্বের কমিটি ঘোষনার আগে এনায়েত হোসেন বাচ্চু ওমরা হজ্বে থাকায় ১৫দিনের জন্য দক্ষিন জেলা বিএনপির কাছে কমিটি গঠন থেকে বিরত থাকার অনুরোধ করে ছিলো কিন্তু’ তা মানা হয়নি। তবে কি কারনে একক সিদ্ধান্তে কমিটি দিলেন, এমন প্রশ্নের উত্তরে আবুল কালাম শাহীন বলেন এটা আমাদের এখতিয়ার আছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্র প্রতিবেদককে জানান দক্ষিন জেলা বিএনপি দলের চেয়ে নিজেদের সার্থকে প্রধান্য দিয়েই দুটি উপজেলায় দুই নিয়মে বিতর্কিত আহব্বায়ক কমিটি গঠন করেছে। বাকেরগঞ্জে নেতাকর্মীদের ধোকা দিতে নির্বাচনের নাটক সাজিয়েছে আবুল হোসেন খান। এজন্য ১২ফেব্রুয়ারি বাকেরগঞ্জে আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার সাথে সাথেই উপস্থিত নেতাকর্মীদের মাঝে অনিয়ম প্রকাশ পায়। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে আবুল হোসেন খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বরিশাল বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply