গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার বৈরাগীরচালায় হ্যামস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র বর্মণ (৩০)। আরিফুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মো. কান্দুরা মিয়ার ছেলে ও মুকুল চন্দ্র দিনাজপুরের চিরিবন্দর উপজেলার নানিয়াটেকি গ্রামের রজনী চন্দ্র বর্মণের ছেলে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণশ্রমিক ছিলেন।
জানা যায়, কারখানার উত্তর পাশে একটি ভবনের সঙ্গে যুক্ত করে আরেকটি নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। নতুন ভবনটির দোতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের ঢালাইকাজ চলা অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ সেটি ধসে পড়ে। এতে চাপা পড়ে আরিফুল ইসলাম ও মুকুল চন্দ্র বর্মন ঘটনাস্থলে মারা যান।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন কালের কণ্ঠকে বলেন, ‘ধসে পড়া ঢালাইয়ের নিচে আরো কোনো শ্রমিকের মরদেহ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ভবনটি নির্মাণ করছিলেন। প্রতিষ্ঠানটির প্রকৌশলী শফিক মোল্লা জানান, নির্মাণকাজে ৭৩ জন শ্রমিক ছিলেন। তবে হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
Leave a Reply