বিজয়ের বাংলাদেশ অনলাইন ডেস্ক: করাচিতে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনা ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯ জন। নিহতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তিন সদস্য রয়েছে। তারা ওই হামলায় তাদের তিনজন নিহতের ঘটনায় ফের বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে করাচির প্রধান শরিয়া ফয়সাল এলাকায় করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) টিটিপিএক বিবৃতিতে জানায়, পুলিশ সদস্যদের দাস সেনাবাহিনীর সঙ্গে আমাদের যুদ্ধ থেকে দূরে থাকা উচিত। অন্যথায় শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়স্থলে হামলা অব্যাহত থাকবে। আমরা নিরাপত্তা সংস্থাগুলোকে আবারও সতর্ক করতে চাই, নিরাপরাধ বন্দিদের ক্রসফায়ার বন্ধ করুন; অন্যথায় ভবিষ্যতে হামলার তীব্রতা আরও তীব্র হবে।
করাচিতে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনা ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন
এর আগে পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় পাঁচ জঙ্গিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। প্রায় ৪ ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়। শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত পুলিশপ্রধানের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে হামলা শুরু করেন বন্দুকধারীরা। পুলিশ ও রেঞ্জারস সদস্যরা অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি ধাপে ধাপে জঙ্গিমুক্ত করেন। রাত ১০টা ৪৬ মিনিটের দিকে গোটা ভবন জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়।
Leave a Reply