বিজয়ের বাংলাদেশ নিউজ ডেস্কঃ ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী ব্যাংকের আরেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এর আগে একই ব্যাংকের ৪ জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম কামরুল বারী ইমামি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রূপনগরের বাসা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। সূত্র বলছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।
পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নেন। ঘটনা সম্পর্কে জানতে ডিবি প্রধান হারুন অর রশিদকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গ্রেফতার করেছিলো মো. সাইদ উল্লাহ, মো. মোশাররফ হোসেন, শহিদুল্লাহ মজুমদার ও ক্যাপ্টেন (অব.) হাবিবুর রহমানকে। গ্রেফতারকৃতরা সবাই ব্যাংকার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন।
Leave a Reply