1. bijoyerbangladesh.news@gmail.com : বিজয়ের বাংলাদেশ : বিজয়ের বাংলাদেশ
দূর-দূরান্ত থেকে বরিশালে শত শত হাফেজের মিলনমেলা - বিজয়ের বাংলাদেশ
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বানারীপাড়ায় রায়েরহাট-কুড়িয়ানা মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের কমিটি গঠন সভাপতি মিজান সম্পাদক রুবেল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ (ভিডিও)। বরিশাল-৩ আসনে আ. লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন স্বপন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল সদরে ৬ কোটি টাকার কাঁচা ইট নষ্ট। নগর জুড়ে অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ ‘রাজনৈতিক নয়, অপরাধজনিত কারণে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে’ বরিশাল নদ-নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভিনব কৌশলে চলছে মাছ শিকার। ২৮ অক্টোবর ঘিরে কী করতে যাচ্ছে দলগুলো! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে এস এম ইকবালের স্মরণে দোয়া ও মোনাজাত ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
শিরোনাম:
বানারীপাড়ায় রায়েরহাট-কুড়িয়ানা মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের কমিটি গঠন সভাপতি মিজান সম্পাদক রুবেল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ (ভিডিও)। বরিশাল-৩ আসনে আ. লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন স্বপন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল সদরে ৬ কোটি টাকার কাঁচা ইট নষ্ট। নগর জুড়ে অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ ‘রাজনৈতিক নয়, অপরাধজনিত কারণে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে’ বরিশাল নদ-নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভিনব কৌশলে চলছে মাছ শিকার। ২৮ অক্টোবর ঘিরে কী করতে যাচ্ছে দলগুলো! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে এস এম ইকবালের স্মরণে দোয়া ও মোনাজাত ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

দূর-দূরান্ত থেকে বরিশালে শত শত হাফেজের মিলনমেলা

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
Al-Quran

বিজয়ের বাংলাদেশ নিউজ ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’-এর ব‌রিশাল বিভাগের অডিশন চলছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বরিশাল নগরের কা‌শিপুরস্থ দারসুল কুরআন একাডে‌মিতে এ অডিশন শুরু হয়।

এর আগে সকাল ৭টা থেকে দারসুল কুরআন একাডে‌মি‌ প্রাঙ্গণে ক্ষুদে হাফেজ প্রতিযোগিরা বরিশাল বিভাগের ছয়টি জেলার বি‌ভিন্ন প্রান্ত‌ থেকে জড়ো হতে থাকে। হাফেজদের সাথে মাদরাসার শিক্ষকসহ অভিভাবকরাও এসেছেন। ১৫ বছরের কম বয়সী ৩০ পারা হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে জাতীয় এই হিফজুল কুরআন প্রতিযোগিতা।

১০ বছ‌র বয়সী হাফেজ আব্দুর রহমান তা‌মিম বাবার সঙ্গে ভোলা থেকে এসে অডিশনে অংশ নেয়। তা‌মিমের বাবা ব‌শির আহম্মেদ বলেন, ছেলের কাছ থেকেই জানতে পেরে‌ছি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে হাফে‌জদের নিয়ে প্রতিযোগীতার এ খবর। আমার আসার কথা ছিলে না, তবে ছেলের উৎসাহ দেখে না এসে পারলাম না। এসে দে‌খি বিশাল আয়োজন, এমন আয়োজনে স‌ত্যিই কুরআন শিক্ষার প্রতি শুধু শিক্ষার্থী‌রা নয়, অ‌ভিভাবকরাও আগ্রহী হবেন সন্তানদের হাফেজ বানানোর জন‌্য। কুরআন শিক্ষার শিক্ষার্থীদের এটি আলাদা এক‌টি মূল‌্যায়ন, যা সন্মান বয়ে ন‌বে।

01797-427966

ভোলার আলীনগর আজিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ রিয়াজুল ইসলাম বলেন, খুব সুন্দর আয়োজন। এ আয়োজনে কুরআন শিক্ষার ওপর আগ্রহ বাড়বে। সেইসাথে অনেকেই উদ্বুদ্ধ হবেন ভালো হাফেজ হওয়ার।

ভোলা সদরের ছওতুল কুরআন নুরানী ও হাফে‌জিয়া মাদরাসার প্রধান হাফেজ মাওলানা নাঈম আল গাজী বলেন, আমাদের মাদরাসা থেকে একজন হাফেজ এসেছে এখানে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন‌্য আমরা আগে থেকেই ব‌রিশালে এসে‌ছি। বসুন্ধরা গ্রুপের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।

বরিশাল বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইন বলেন, বসুন্ধরা গ্রুপের আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বরিশাল পর্বে এখন পর্যন্ত ছয় শতা‌ধিক প্রতিযোগী ফরম পূরণ করে অডিশনের জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে অন্তত দুই শতাধিক প্রতিযোগি অডিশন শেষ করেছে। অপর প্রতিযোগীরা অডিশনের জন্য অপেক্ষা করছে। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত প্রতিযোগী থাকবে ততক্ষণ পর্যন্ত অডিশনের কার্যক্রম চল‌বে।

বরিশালের আগে খুলনা, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও রংপুরে অডিশন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের পর আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা (উত্তর) ও ২৩ ফেব্রুয়ারি ঢাকা (দক্ষিণ) এর অডিশন হবে। পরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার সাত লাখ, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে। এ রিয়েলিটি শো আসন্ন রমজানে প্রতিদিন নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম ও ক্যাপিটাল এফএম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020-2023 Bijoyer Bangladesh
কারিগরি সহযোগিতায় : ডিজিটাল এয়ার