মোঃ নাঈম ইসলাম, বরিশাল:
উজিরপুরে গুঠিয়া ডহরপাড়ায় জ্ঞানের পাঠশালার আয়োজনে বসন্ত উৎস অনুষ্ঠিত হয়, আজ শনিবার বিকাল তিনটায় জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান ঊর্মির সভাপতিত্বে এস ডি ইউ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে, যদি জ্ঞান অর্জন করতে চান তবে জ্ঞানের পাঠশালার স্বরনাপন্ন হন, জ্ঞান মানুষকে আলোকিত করে এবং সঠিক গন্তব্যে পৌছে দেয়, এসব প্রতিপাদ্যকে সামনে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শিকড় থেকে শেখরে পৌছাতে সক্ষম হবে বলে ধারনা করেছেন আজকের অনুষ্ঠানের সকল বিশেষ বিশেষ অতিথি বৃন্দ, বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নূতন ভাবে নানান জিনিস শিখছি দিবা রাত্র এসব এ ভাবে জ্ঞানার্জনই এপ্রতিষ্ঠানের একমাত্র কাম্য, উপচে পরা মানুষের ভিড়ে আনন্দ উল্লাসে কানায় কানায় ভরে ওঠে নিমেষে বিদ্যালয় পুরো চত্বর, নৃত্য, সঙ্গীত, কবিতা, ব্যান্ডশো ও ছোট নাটক সহ বিভিন্ন কার্যক্রমে ভরে ওঠে সকলের হৃদয় ও মন, জানাগেছে প্রতিবছর এপ্রতিষ্ঠানটি বসন্ত উৎসব, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা ও বিজয় দিবস বিশেষ বিশেষ ভাবে পালন করে থাকে, এছারা জ্ঞানের পাঠশালা ঝড়েপরা শিশু সহ অসচ্ছল শিক্ষার্থীদের অভিভাবকদের শিক্ষা উপকরণ দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন ফলের গাছ রোপন করে থাকে। অনুষ্ঠানে বক্তৃতা করেন গুঠিয়া ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. আওরঙ্গজেব হাওলাদার, সামাদিয়া দারুলউলুম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন মোল্লা, বিশেষ উপদেষ্টা জগৎ জননী আফিফা রহমান উজ্জ্বল, অন্যতম উপদেস্টা মন্ডলির মধ্য উপস্থিত ছিলেন
এস ডি ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুর রহমান জগলু লস্কর, সহকারী শিক্ষক
মো. মিজানুর রহমান ডাকুয়া, শিক্ষক মঈন আহমেদ খান, মো. আর্জু মিঞা, আরো উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন অলিদ, বরিশাল মহানগর আ’লীগের নেতা মো. আনিসুর রহমান, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোসা. হোসনে জাহান, সমাজসেবক মো. খালিদ হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড মেম্বার মো. সায়েম হোসেন মোল্লা, সাত নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক লস্কর মো. আলমগীর হোসাইন, সরদার মো. সোহেল নবীন দাস শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন উজিরপুর মডেল থানার পুলিশ উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন, উপসহকারী পুলিশ পরিদর্শক মো. বরকত উল্যাহ, এলাকার ও বিভিন্ন এলাকা থেকে আগাত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জ্ঞানের পাঠশালার সাধারণ সম্পাদক
মো. আরিফ হোসেন মোল্লা।
Leave a Reply