স্পোর্টস ডেস্ক: যৌন হয়রানির অভিযোগ। শুরুতে স্বীকার না করলেও ধীরে ধীরে পাল্টেছে চিত্র। চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদে যৌন হয়রানির কথা স্বীকার করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। অভিযোগ আদালতে প্রমাণিত হলে ১২ বছরের জেল হতে পারে বার্সার সাবেক এই ফুটবলারের।
গত ২০ জানুয়ারি আলভেজকে গ্রেপ্তার করা হয়। আদালতে মামলার শুনানি চলছে। গত ২৩ জানুয়ারি ব্রায়ানস টু জেলহাজত থেকে তাঁকে ব্রায়ানস ওয়ানে পাঠানো হয়েছে।
কঠিন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন আলভেজ। এর মধ্যে স্প্যানিশ টিভি চ্যানেল আনতেনা-৩’র সাংবাদিক সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জেনেছেন আলভেজ সেই নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।
মেক্সিকান ক্লাব পুমাসের জার্সিতে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ
আলভেসের সঙ্গে সংসার করতে চান না স্যাঞ্জ
অথচ প্রথম জবানবন্দিতে আলভেজ বলেছিলেন, তিনি সেই নারীকে চেনেন না। পরে তিনি স্বীকার করেন তাঁকে তিনি একবার রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন। তৃতীয়বার তিনি ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা বলেছিলেন। স্প্যানিশ সাংবাদিকের তথ্যানুযায়ী, এবার তিনি যৌন সম্পর্ক স্থানের কথাই স্বীকার করেছেন।
ঘটনাটি গত বছরের ৩১ ডিসেম্বরের। আলভেজ তখন খেলেন মেক্সিকান ক্লাব পুমাসে। বর্ষবরণের রাতে কয়েক বন্ধুকে নিয়ে বার্সেলোনার একটি নাইট ক্লাবে যান আলভেজ। সেখানে সেই নারীও ছিলেন। পরদিনই সেই নারী অভিযোগ করেন আলভেজ তাঁর শরীরে স্পর্শ করার চেষ্টা করেছেন।
Leave a Reply