মোঃ আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
বিদেশে অবস্থানরত বাঙালিদের মধ্যে বাংলার ব্যবহার কমে যাচ্ছে , বলে মন্তব্য করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)এর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভাষা শহিদদের স্মরণে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব মত ব্যক্ত করেন।
বাংলা ভাষার প্রচলন কমে যাওয়ার বিষয়টি তিনি কয়েকটি দেশ ঘুরে প্রত্যক্ষ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একসময় শুধুমাত্র বাংলাদেশেই বাংলার চর্চা থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন। সেজন্য তিনি সবসময় বাংলা ভাষা প্রয়োগে সচেষ্ট থাকার আহ্বান জানান।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)এর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি বলেন, “ভাষার দিকে বর্তমানে আমাদের আগ্রহ অনেক কম। তবে এদিক থেকে গণ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। ভাষা শহীদেরা ৫২ তে প্রাণ দিয়েছিলো বলেই আজকে আমরা শুধু রাষ্ট্রভাষা বাংলা না, আমরা স্বাধীনতাও অর্জন করেছি।’
তিনি আরও বলেন, “বাংলাদেশে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়েই প্রথম প্রত্যেক বিভাগে বাংলা পড়ানোর নিয়ম চালু করা হয়েছিল। তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ নিয়ম চালু করে ইউজিসি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষক ও কর্মকর্তারা ভাষা আন্দোলন নিয়ে রচিত গান এবং দেশাত্মবোধক গানের সংমিশ্রণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরা এ পরিবেশনা উপভোগ করেন।
Leave a Reply