শান্ত ইসলামঃ বরিশাল বাবুগঞ্জ উপজেলায় বাহেরচর গুচ্ছ গ্রামে সরকারি জমিতে ঘর তুলে বাস করতে ছিলো নয়ন গাজী ও তার পরিবার। পাশেই বাস করছে জলিল ও তার পরিবার। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজা বাজি করে আসছে জলিলের স্ত্রী। ঘটনার সময় ২৬ফেব্রুয়ারি রবিবার সন্ধা ৬ টার সময় অতর্কিত ভাবে জলিল বাহিনী নয়ন গাজীর উপর ইটের ভাটা থেকে আনা চলা দিয়ে পায়ে বাড়ি দিয়ে থেতলে দেয় পরে ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে যখম করে। পরে পানির ভিতরে ফেলে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। এ সময় নয়নের মা, ভাই ও স্ত্রী বাচাতে আসলে তাদের কেও লাঠি দিয়ে প্রহর করেন। নয়নগাজীর স্ত্রী লাইলি বেগম তিন মাস ধরে প্রেগনেন্ট ছিলো। ঘটনার সময় জলিলের ভাই খলিল লাইলি বেগম কে পেটে স্ব জোরে লাথি মেরে ফেলে দেয়। পরে জলিলের স্ত্রী তার বুকে উঠে গলাচেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় আসপাশ থেকে লোকজন পরে তাদের কে উদ্ধার করেন।
এলাকা বাসি জানায় জলিলের বউ খুবই খারাপ মহিলা। সে এলাকার সকল লোকদের সাথে বাজা বাজি করেন। সবাই কে গালাগালি করেন।
নয়ন গাজী পেশায় ট্রলার চালক। সে ইটের বাটায় থেকে বকুল তলায় খেয়া পারাপার করেন। নয়ন জানায় সরকারি যায়গা সবাইকে সমান ভাবে দিলেও জলিল বাহিনি জোর করে বেশি দখল করে রাখছে। বিভিন্ন সময়ে শালিসি বসালেও আমাদের যায়গা বুঝিয়ে দেয়নি।
Leave a Reply