পারভেজ হোসেন শুভঃ বরিশাল সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউনিয়া বিসিক রোডস্থ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ওয়ার্কশপে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জনাব মোঃ আবদুল হালিম’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ওয়ার্কশপের নিকটস্থ ১৩ টি পরিবার মিলে বরিশাল পরিবেশ অধিদপ্তর ১২ ই ডিসেম্বর (সোমবার) একটি লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর থেকে বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া পর্যবেক্ষণ শেষে ওয়ার্কশপ মালিক মোঃ বসির খান এবং জমির মালিক জানে আলম খানকে নোটিশের মাধ্যমে ১ মাসের মধ্যে ওয়ার্কশপ বন্ধের নির্দেশনা প্রদান করলে-ও দীর্ঘ ২ মাসেও বন্ধ না করায়, এই অভিযানটি পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা সহ ওয়ার্কশপটি ১ মাসের মধ্যে সরানোর নির্দেশনা প্রদান করে। অন্যথায় সিলগালা করা হবে বলে জানান।
অভিযানে বরিশাল জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া, বরিশাল কাউনিয়া থানার এএসআই মোঃ ইছাহাক হোসেন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply