সৈয়দ নাঈমঃ পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে মল্লিক বাড়ি ৬ মার্চ সোমবার দিনব্যাপি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকী, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন মল্লিক, রিক এর বরিশাল জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান খান, পিরোজপুরের এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।
ফ্রি চক্ষু ক্যাম্পে মোট ৩২১ জন রোগীর বিনা মূল্যে আধুনিক মেশিন দ্বারা চোখের পরীক্ষা-নিরিক্ষা, চশমা ও ঔষধ বিতরণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং ৪৭ জন রোগীকে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করে ছানী অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply