বিজয়ের বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ বাড়ি থেকে সরে গিয়ে তোষাখানা মামলায় গ্রেফতার এড়ালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় কারো কাছে নত না হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
তিন দফায় আদালতের তলবে সাড়া না দেওয়ায় রবিবার (৫ মার্চ) অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে লাহোরের জামান পার্কে ইমরানের বাসায় অভিযানে যায় পুলিশ। তবে, এর আগেই অজ্ঞাত জায়গায় সরে যান ইমরান।
অভিযানের খবরে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সমর্থকরা সেই বাসার বাইরে জড়ো হন। বিকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইমরান। রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ তোলেন। বলেন, এর পরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নত হবেন না।
এদিন লাহোর হাইকোর্টে জামিন আবেদন দাখিলের চেষ্টায় ব্যর্থ হন ইমরানের আইনজীবীরা। গত বছরের ৮ সেপ্টেম্বর তোষাখানা মামলায় ইমরানকে নোটিশ পাঠানো হয়। জবাবে তিনি স্বীকার করেন, প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় সফরে পাওয়া চারটি উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করেছেন। উপহারের মধ্যে একটি গ্রাফ, একটি রোলেক্স ঘড়ি, এক জোড়া কাফলিঙ্ক, একটি দামী কলম, বেশ কয়েকটি ধাতব জিনিসপত্র এবং একটি আংটি ছিল।
Leave a Reply