খুলনা ব্যুরোঃ খুলনার পাইকগাছায় ৩শ ইয়াবা বড়ি সহ ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। অটক ব্যক্তিদেে নামে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সুকান্ত কর্মকার জানান, রোবার রাত ৯ টার দিকে লস্কর ইউনিয়নে শিববাটির স্বরণখালী প্রধান সড়কেে পাশে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ ও মুজ্ঞুরুলকে নিয়ে অভিযান চালাই। এ সময় গড়ইখালী ইউনিয়নের বাবু গাইনের ছেলে হৃদয় গাইন(২৪) ও মহিদুল গাজীর ছেলে ইব্রাহীম গাজী(২৪)কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি হৃদয় গাইন ২শ ইয়াবা বড়ি, ও ইব্রাহীম গাজী ১শ ইয়াবা বড়ি বের করে দেয়। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীকে সঁমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply