মোঃ নাঈম ইসলাম, বরিশাল: বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদ্য ১৩ই মে সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, সহকারী কমিশনার (ভূমি) আবুজর ইজাজুল হক, শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ, অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস সিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার, কলসকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, পাদ্রিশিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, প্রেসক্লাব সভাপতি আল-আমিন মিরাজ, সিনিয়র সাংবাদিক জাকির জোমাদ্দার, ইত্তেফাক প্রতিনিধি গোলাম মস্তোফা, যুগান্তর প্রতিনিধি জুয়েল তালুকদার,বরিশাল খবরের সম্পাদক ও প্রকাশক এইচ এম শাহাদাত, মুক্ত খবরের প্রতিনিধি জাহিদুল ইসলাম, মানবকন্ঠের প্রতিনিধি রিয়াজ শরিফ,আজকের বার্তার বায়েজিদ বাপ্পি,সহ সাংবাদিক নেতৃবৃন্দরা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, এনজিও প্রতিনিধিরা, শিক্ষক শিক্ষিকা ও সুশীল সমাজের বিপুল সংখ্যক গন্যমান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক ব্যবস্থাপনার খোঁজ নেন। উপজেলা চত্বরে এলে এমপি, ইউ এন ও, উপজেলা প্রশাসনের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ ও লাল গালিচা সন্বর্ধনা দেওয়া হয়। বক্তব্য কালে জেলা প্রশাসক বলেন মাননীয় প্রধান মন্ত্রী গৃহহীনদের কথা চিন্তা করে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তার ঘর দিয়েছে। এক টুকরো জমিও অনাবাদি রাখা যাবেনা। সমস্ত জমিতে ফসল চাষ করতে হবে। ধমীয় অনুভূতিতে আগাত হানতে না পারে। রমজানে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং নিন্মমানের ভেজাল পণ্য বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্গলা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারিগরির কথা বলে বিদ্যুৎ নিয়ে রমজানে মুসুল্লিদের কষ্ট দেয়া যাবেনা। তিনি উল্লেখ করেন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের লক্ষ উদ্দেশ্য এক। কে বড় আর কে ছোট সেটা এখন দেখার সময় না । দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সেবা গ্রহিতাদের সাথে ভাল আচরণ করতে তিনি সরকারি কর্মকর্তাদের নিদেশ দিয়েছেন।
Leave a Reply