নিজস্ব প্রতিবেদক: হজ্বে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্বসাতের অভিযোগে বরিশাল নগরীর “দি ইসলামিয়া ট্রাভেলস এন্ড ট্যুর” এর স্বত্তাধিকারী মৌলভী শাহাদাৎ হোসেন (৬০) কে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এস আই আব্দুল মান্নান জানান গত ১৪ই মার্চ ১৮নং ওয়ার্ডের বাসীন্দা মিসেস শাহানার আক্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪৬)। যার পরিপ্রেক্ষিতে গত ১৬ই মার্চ বিকালে নগরীর গির্জামহল্লার সামনে থেকে শাহাদাত হোসেন’কে আটক করা হয়। তাকে আদালতে সোপার্দ করার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন এসআই আব্দুল মন্নান। উল্লেখ্য, জানাগেছে- ইতিপূর্বেও “দি ইসলামিয়া ট্রাভেলস এন্ড টুর’য়ের সত্তাধিকারী মৌলভী শাহাদাত হোসেনের বিরুদ্বে এধরনের অভিযোগ থাকলেও সবসময় আইনের মারপ্যাঁচ থেকে বেড়িয়ে যেতেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হয়নি তার। সচেতন মহলের দাবী শাহাদাত ফের বের হয়ে যেন এরকমের আর কারো সাথে প্রতারনা করতে না পারে এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ নজরদারী কামনা করেন তারা। এদিকে শাহানারা আক্তার গত ১৪ই মার্চ করা মামলায় উল্লেখ করেন তিনি ও তার বড় ছেলে ডা: শাহারিয়ার হককে নিয়ে ১৫দিনের হজ্ব প্যাকেজে (সবকিছু সহ) ওমরা হজ্ব পালন করতে যাওয়ার জন্য জন প্রতি ১লক্ষ ৬০হাজার করে (আমার ছেলে) ২জনের বাবদ মোট ৩লক্ষ ২০হাজার টাকার ৩লক্ষ টাকা চেকের মাধ্যমে এবং নগদ ২০ হাজার টাকা ট্রাভেলস মালিক শাহাদাত হোসেনকে প্রদান করি। সৌদি আরবে হাত খরচ/কেনাকাটার জন্য আমাদের সৌদি রিয়াল দরকার হয়। বরিশালে সৌদি রিয়ালের সংকট থাকায় বিষয়টা শাহাদাত হোসেনকে জানালে তিনি আমাদের কাছে রিয়াল করার জন্য বিমানবন্দরে বসে পূনরায় ফেরত দেওয়া শর্তে ৫লক্ষ ৪৯হাজার ইসলামি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। পরে সৌদি আরবের যাওয়ার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বসে শাহাদাত হোসেনকে ফোন করলে তিনি আমাদের সাথে সেখানে যাবেননা। পরে আমরা তাকা ছাড়াই একাই সৌদিআরবে চলে যায়। এমনকি সেখানে গিয়ে আমাদের থাকা খাওয়া ও মদীনা মনোয়ারা যাওয়া সহ আরো ১লক্ষ ৭০হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হয়। তাতে সর্বমোট ১০লক্ষ ৭৯হাজার টাকা প্রতারনা করে আত্বসাত করেন বলে উল্লেখ করেন শাহানারা আক্তার। শাহানারা আক্তারা তার মামলায় আরো উল্লেখ করেন তিনি ও তার ছেলে ডা: মো: শাহারিয়ার হক এই শাহাদাত হোসেনের প্রতারনা কারনে সঠিক বাভে ওমরাহ হজ্ব পালন করতে পারেনাই। শুধু তাই নয়, এ নিয়ে এজেন্সির মালিক শাহাদাত হোসেনকে জানালে তিনি আমাদের কথায় কোন গুরুত্ব না দিয়ে উল্টো আমাকে ভয়ভীতি সহ হুমকি প্রদান করেন।
Leave a Reply