সৈয়দ নাঈমঃ বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে পিকআপ ভর্তি ২১ ড্রাম জাটকা জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় সাগর সরদার (২৫) ও আব্দুর রহমান রিমন (২৯) নামে দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে এ অভিযান চালায় এয়ারপোর্ট থানার এসআই সাইফুল ইসলামের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিপুল সংখ্যক জাটকা তালতলী থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে বিক্রির জন্য নেয়া হচ্ছে। এমন খবরে রহমতপুর ব্রিজ এলাকায় অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২১ ড্রাম জাটকা ও তার থেকে ছোট ইলিশের পোনা জব্দ করা হয়। এসময় পিকআপ চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নিরপেক্ষভাবে জব্দ কৃত জাটকাগুলো এয়ারপোর্ট থানা ও মৎস কর্মকর্তার মাধ্যমে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Leave a Reply