মোঃ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর (উত্তর): ১৭ই মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল-ই উৎযাপন করেছে। আজকের ১৮-০৩-২৩ রোজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাসে কেক কেটে জন্মদিন উদযাপন করে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সহ-সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ ছাত্ররা।
সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গোলাপ চত্ত্বরের কাছে থেকে আনন্দ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্নাঙ্গ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছায়া নীড়ে এসে শেষ হয় এবং ঐস্থানে বসে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
উল্লেখ্য এই দিনে অর্থাৎ ১৯২০ সালের ১৭ই মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় অর্থাৎ মধুমতি নদীর তীরে সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজকের যার ১০৩ তম জন্মদিন।
Leave a Reply