মোঃ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর (উত্তর):
ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি বলেন, ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার ওপরে হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি এবং সরকারের কাছে আটটি সুপারিশ জমা দিয়েছি। আশা করি সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা অবশ্যই ভোক্তাদের কষ্ট লাঘবে ব্রয়লারের বাজার নিয়ন্ত্রণে।
আজ (২২মার্চ) দুপুরে রাজধানীর একটি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন আমরা গভীর পর্যবেক্ষণ করে দেখেছি আসন্ন রমজান মাসের চাহিদা অনুযায়ী আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে।
উৎপাদন ও সরবরাহ খরচের পরেও ২০০ টাকার বেশী বিক্রির কোন যৌক্তিকতা নেই। সরকার আমাদের সুপারিশগুলো গ্রহণ করলে ভোক্তা পর্যায়ে স্বস্তি মিলবে বলে মনে করি।
Leave a Reply