মোঃ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর (উত্তর):
রাজধানীর গুলশানে অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের করডোভা হলে আয়োজন করা হয় মহান স্বাধীনতা দিবস ও বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম।
এসময় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আজহারুল ইসলাম তার আলোচনায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম স্বাধীনতায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের ইতিহাস তুলে ধরেন।
এসময় বক্তাদের আলোচনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় নিঃস্বার্থ ও অসামান্য অবদানের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
এবপরে আইন বিভাগের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply