আরিফুর রহমানঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গন বিশ্ববিদ্যালয় (গবি) এর ফার্মেসী বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ মার্চ ২০২৩ খ্রি. ৮ রমজান) বিকাল ৫:৪০ টায় সাভারের নবীনগর, নিরিবিলি, পল্লীবিদ্যুৎসহ গবির আশেপাশের অসহায়, দরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম মিম জানান, আমাদের সমাজে এমনও পরিবার আছেন যাদের রমজান মাসে প্রয়োজনীয় ইফতারসামগ্রী সংগ্রহ করতে হিমশিম খেতে হয়।আবার অনেক পরিবারের শিশু ও বয়স্করা রয়েছেন যাদের ইফতার কেনার সামর্থ্য নেই। এমন অসহায় ও দুঃস্থ পরিবারদের সহযোগিতা করতে গবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, সমাজের যে মানুষগুলো সব-সময় পড়ে থাকে আড়ালে জীবন যাপনের আধুনিক সব অনুষঙ্গ যাদের কাছে স্বপ্ন,যাদের একমাত্র চাহিদা শুধু দুবেলা একটু খাবারের। সেই মানুষগুলোর জন্য আমাদের এ আয়োজন।
সাধারণ মানুষ জানিয়েছেন, বর্তমানে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। তাই ইফতার আয়োজন করা আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদের এমন সহযোগিতা আমাদের কষ্ট কিছুটা লাঘব করবে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে ধন্যবাদও জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা
Leave a Reply