স্টাফ রিপোর্টার // ২৬ মার্চ ২০২১ সালে “ প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation ” এর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। সমাজের দুস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত জীবন মান অভিপ্রায়ে সকল স্তরের মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা একত্রিত করার জন্য এই নামকরণ করা হয়।
তারই ধারাবাহিকতায় আর্তমানবতার সেবায় পবিত্র মাহে রমজানে ইফতার বিতরণের এক বিশেষ পরিকল্পনা ও কর্মসূচী হাতে নেওয়া হয় এবং সার্বিকভাবে সহযোগিতা করে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation বরিশাল সদর শাখা। মহান আল্লাহ তা’য়ালার অসীম করুনা, মুক্তি ও নাজাতের বার্তা নিয়ে প্রতি বছর আসে পবিত্র মাহে রমজান। আমাদের দেশে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষের বসবাস, তাঁরা সারাদিন রোজা রাখেন কিন্তু তাদের অনেকের পক্ষে ইফতার কেনার সামর্থ্য হয় না। এছাড়াও অনেক পথচারীর চলার পথে ইফতার করার সময় ও সুযোগ হয় না। ঐ সকল রোজাদারদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা হতে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation এর সহযোগিতায় কার্যক্রম করা হয়।
আর তাই সেই লক্ষ্যে বরিশাল সদরের নতুল্লাবাদ, চৌমাথা, আমতলা লেকের পাড় এলাকায় আজকে আমাদের ইফতার ও খাবার বিতরণ করা হয়। এ ব্যাপারে মো: সিফাত ই মঞ্জুর (রোমান) বলেন, “ প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation “ একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবা প্রদানকারী সামাজিক সংগঠন। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলেই একদিন ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তিময় এক মানবিক বাংলাদেশ সু-প্রতিষ্ঠিত হবে। নিজের যাকাতের অর্থ টুকু বা দানের মাধ্যমে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন কে সহযোগিতা করে আরও সমৃদ্ধ ও মানবসেবায় নিয়োজিত রাখতে পারেন। দুস্থ ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মো: সিফাত ই মঞ্জুর (রোমান) , আরিফ বিল্লা, রবিউল হোসেন , আজিজুর রহমান , সাইমুন ইসলাম সিয়াম , সজিব সহ অন্য সদস্যবৃন্দ।
Leave a Reply