হাওলাদার মোঃ সোহেল // বরিশালের বাকেরগঞ্জে কাভার ভ্যান-পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে কবির চৌকিদার (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী ও চালক ফেরদৌস (৩৫) নিহত হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) বেলা ৩.৩০ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন কবির চৌকিদার এবং তার চাচাতো ভাই হাসান চৌকিদার। তাদের পাশাপাশি একটি পিকআপও পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশ্যে আসা একটি কাভার্ডভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপটি ঘুরে গিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেলটিকে ধাক্কা করে। এতে আরোহী কবির চৌকিদার ঘটনাস্থল নিহত হন এবং মোটরসাইকেলের চালক ফেরদৌসকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তিনিও মারা যান। নিহত কবির চৌকিদার রাঙাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের পুত্র ও নিহত ফেরদৌস গলাচিপার চানমারি সড়কের লাল মিয়ার পুত্র। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।তারা পিকআপের চালক বা হেলপারকেও পাননি।
তারা আহত মোটরসাইকেল চালকসহ একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী কবির চৌকিদারের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং মোটরসাইকেল চালক ফেরদৌসের লাশ বরিশাল শেবাচিমে রয়েছে। ঘাতক কাভার ভ্যানটি পালিয়ে গেছে।
Leave a Reply