বিজয়ের বাংলাদেশ // বরিশালে একটি মাদ্রাসায় গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। গত ২৮ মার্চ নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী উকিল বাড়ি সড়ক এলাকায় স্থাপিত জান্নাতুল বকুল মহিলা আলিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এঘটনায় ঐ মাদ্রাসার আলমিরা ভাঙচুর ৪টি আলমিরা প্রয়োজনীয়
কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে মাদ্রাসার বিভিন্ন সরঞ্জামের ক্ষতিসাধন করে ওই চোর চক্র। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটির মূল দুইটি অফিস কক্ষ রয়েছে। এ দুইটি অফিসের মুল দরজার তালা ভেঙে চোর চক্র গভীর রাতে প্রবেশ করে। এরপর অফিসে থাকা ৪ টি আলমিরা ভাঙচুরসহ প্রায় ৪ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র তছরুপ করে। এদিকে হঠাত প্রতিষ্ঠানটিতে এমন কর্মকান্ডে শঙ্কা প্রকাশ করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply