নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের উদ্যোগে ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে এতিমসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব কাজী আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) , বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.আজাদ। সংগঠনের সভাপতি কে এম শামছুদ্দোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা ইফতার মাহফিল না করে সেই অর্থ দ্বারা সমাজের অস্বচ্ছ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ আগামী দিনগুলোতেও অসহায় মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি দিপু তালুকদার,সহ-সভাপতি এ এম অন্তর হাওলাদার , সহ-সভাপতি সাইফুল মৃধা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন রাজু, অর্থ বিষয়ক সম্পাদক রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply