সৈয়দ নাঈমঃ কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোসাঃ সীমা বেগম (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত সীমা বেগম মাদারীপুর কাশেরহাট কালকিনির বাসিন্দা।
জানা যায়, সীমা বেগম আল-জাজিরার কম্পানির মাধ্যমে একটি হাসপাতালে ক্লিনার হিসাবে কাজ করতেন। ঈদ ছুটি উপলক্ষে মাহবুল্লা স্থান থেকে বাঙালী প্রবাসী নওগা জেলার রানী নগর থানার মোহাম্মদ মিজান ড্রাইভারের গাড়িতে এপ্রিলের ২১ তারিখ শুক্রবার বোনের বাসায় যাওয়ার পথে একটি ময়লার গাড়ির সাথে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দেশটির ৬ নং রোড জাহারা এলাকায় এই দুর্ঘটনার ঘটে। দুর্ঘটনাস্থলেই তিনি মারা গেলে স্থানীয় একটি লোকাল থানায় তদন্তাধীন অবস্থায় আছে।
নিহতের মা মঞ্জু বেগম এবং স্বজনরা জানান , সীমা বেগমের পরিবারে দুই কন্যা সন্তান হিরা মনি(১৪), মুক্ত মনি (১০), সহ এক ছেলে নয়ন (৬), স্বামী চাঁদপুর জেলার দক্ষিণ বালিয়া চানদাবাজার ৭ নং ওয়ার্ডের গাজী বাড়ির ছেলে আজিজুল হক বেশ কয়েক বছর ধরেই তার স্ত্রী সন্তানদের খোঁজখবর রাখেননি। বর্তমানে সে এখন স্টকের রুগী, তাই আমার বোন সে পরিবারের হাল ধরতে চলতি বছরের ৪ এপ্রিল আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এখন সে মারা যাওয়ার তার পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। বাচ্চাদের দেখার মতো কেউ নাই। এ অবস্থায় সরকারিভাবে কোন সহযোগিতা করলে পরিবার কিছুটা হলেও হাল ধরতে পারবে।
Leave a Reply