আরিফ; কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী, পটুয়াখালী ৪ আসনের গণমানুষের নেতা এ বি মান্নান হাওলাদার, পটুয়াখালী ৪ আসনের জাতীয় পার্টির প্রয়াত সাবেক এমপি আলহাজ্ব আব্দুল রাজ্জাক খানের কবর জিয়ারত ও দোয়া শেষে এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করার সময় জানতে পারেন, কলাপাড়া উপজেলার টিয়াখালি ইউনিয়নের বাদুরতলীর জিয়া কলোনীতে একই পরিবারের তিনটি শিশু পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করে। ঘটনা শোনার পর ঘটনাস্থলে উপস্থিত হন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এ সময় তিনি এই পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন। তারপর তিনি মহিপুর হয়ে কুয়াকাটা যান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন, সে সময় তার সাথে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মহিপুর থানা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আলী হোসেন খান, কলাপাড়া উপজেলার যুব সংহতির সভাপতি মোঃ জাকির মুন্সী, মহিপুর থানা ছাত্র সমাজের সভাপতি জয়নাল আবেদীন, মহিপুর থানা যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply