বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় তাদের গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। রোববার গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ’র বাসার পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শীর্ষস্থানীয় ছাত্রলীগ নেতাসহ তার ১০ কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি রাত সোয়া ১টার দিকে নিশ্চিত করেন কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক।মেয়র সাদিকপন্থী ছাত্রলীগ নেতা মান্না এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা অংশ নেওয়ার লক্ষে মাঠে ছিলেন।
Leave a Reply