হাওলাদার সোহেল;
বরিশাল নদী বন্দর দোতলা লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে যাওয়া নিখোঁজ পথশিশু’র লাশ উদ্ধার করেন নৌ পুলিশ।
আজ শনিবার (২০ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ জলিল।
তিনি বলেন,গত (১৮ মে) বৃহস্পতিবার বিকাল সারে পাঁচ টার সময় দোতলা লাঞ্চ টার্মিলার থেকে পথশিশুটি কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়।
স্থানীয় ভাবে বিষয়টি শুনে ফায়ার সার্ভিস খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থালে এসে অনেক খোঁজাখুঁজি করলেও পথশিশুটি পাওয়া যায়নি।
আজ শনিবার (২০মে) সকাল সাতটার সময় একতলা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে লাশটি ভেসে ওঠে আমরা লাশটা উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।
এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বলে।
সদর নৌ পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
লঞ্চঘাটের এক পথশিশু চাঁদনী জানান, আমি,আসলাম,জনি, পল্টনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পিছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এসময় আসলাম সাতার কেটে উঠে। কিন্তু সাথী সাতার জানে না সে ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায় নি।
ওপর পথশিশু আসলাম বলে, আমরা পল্টনে বসে দুষ্টুমি করছিলাম এসময় পিছন থেকে কে যেনো ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি। নিখোঁজ পথশিশু সাথী আক্তার (১২)তাঁর বাড়ি ঢাকা বলে জানা যায় বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতেন।
Leave a Reply