শান্ত ইসলাম; ১ লা জুন বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল নবগ্রাম রোডস্থ জাঙ্গাল এলাকায় শিকদার বাড়ি বাবুল শিকদারের ছোট ছেলে সাহিদ শিকদারের ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা।
সরজমিনে দেখাযায় বিষ প্রয়োগের ফলে পানির উপর ভেসে উঠেছে কয়েকশতক বিভিন্ন প্রজাতির মাছ। এবিষয়ে ভুক্তভোগী সাহিদ শিকদার জানান, আমার এই ঘেরে ২ বছর আগে মাছ চাষের উদ্দেশ্যে প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ি। এই দুইবছরে মাছের বর্তমান সাইজ ৩-৫ কেজি ওজনের হবে। যার বর্তমান বাজার মূল্য ছিলো প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা। সাহিদ শিকদার আরও জানান যে, তার ঘের থেকে দক্ষিণ রুইয়ার হাওলাদার বাড়ির সেলিম হাওলাদারের ছোট ছেলে মোহন হাওলাদারের সাথে ঘেরের মাছ শিকার করা নিয়ে বিভিন্ন সময় তর্কবিতর্ক ছিলো। সর্বশেষ ৩ দিন আগে আমার অজান্তেই মোহন মাছ শিকার করার সময় আমার সাথে জোড়ালো বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পরে। তাই সন্দেহ হচ্ছে মোহন ও তার কিছু সঙ্গী নিয়ে গভীর রাতের আঁধারেই চুরির ঘটনাটি ঘটিয়ে আমাকে নিঃস্ব করে দেয়েছে। তাই আমি বরিশাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করি। এ বিষয়ে এয়ারপোর্ট থানার এসআই সুমন জানান, প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এটি একটি খুবই নেক্কার জনক ঘটনা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন নুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply