খান আরিফ;
বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড শের-ই-বাংলা সড়ক ইন্সপেক্টর হাসান আলীর মেয়ে ছালমা বেগম ও তার ভাড়াটিয়াকে হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগকারী ছালমা বেগম জানান, বেশ কয়েকবছর যাবত লতিফ হাওলাদারের ছেলে আশিক সাধারণ মানুষকে জিম্মি করে করে টাকা আত্মসাৎ করে আসছে। সর্বশেষ ৪ জুন সকাল ৯.০০ টায় আমার বাসার সামনে দাড়িয়ে মোবাইলে অকষ্ট ভাষায় জোরে জোরে কথা বলায় তখন আমি নিষেধ করলে আশিক আমাকে বাজে ধরণের মন্তব্য সহ হুমকিধামকি দিয়ে চলে যায়। এই ঘটনার জের ধরে পরদিন সকাল ৯ টায় আমার ভাড়াটিয়া বাচ্চু খান বাগানে গেলে তাকে ডাক দিলে সে ও তার আমার বেয়াই সোহেল খানকে জিম্মি করে তাদের দেয়া বিকাশ নাম্বারে দশ হাজার টাকা একটি এন্ড্রয়েড মোবাইল নগদ পাঁচ হাজার দুইশত পঞ্চাশ নিয়ে যায়। তাই আমি রাত ১১:০০ টায় এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করি।
এ-বিষয় এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন জানান, আমি বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, তাই খোঁজখবর নেয়া হয়নি। থানায় থাকলে জানাতে পারতাম।
Leave a Reply