নিজস্ব প্রতিবেদক;
এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের আওতায় অদ্য ২২.০৬.২৩ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ৩:০০ টায় ঢাকা আহছানিয়া মিশন এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর, বি এর অর্থায়নে Sensitization Meeting with Health Service provider, Religious leader, Lawyer, Journalist, Law Enforcement agency and CBO representatives নিয়ে ঢাকা আহছানিয়া মিশন বরিশাল সাব-ডিআইসি’র উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।
সভা পরিচালনা করেন, জনাব মশিউর রহমান অপু, ইনচার্জ ঢাকা আহছানিয়া মিশন বরিশাল।
এ সময় মশিউর রহমান অপু সভায় স্বাগত বক্তব্য রাখার মাধ্যমে উপস্থিত সকল সদস্যদেরকে সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মশিউর রহমান অপু প্রকল্পের কার্যক্রম ঢাকা আহছানিয়া মিশন এর কার্যক্রম ও বরিশাল সাব-ডিআইসির এমএসএম এবং হিজড়াদের নিয়ে পরিচালিত কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন মশিউর রহমান অপু। এছাড়া মুক্ত আলোচনায় সিভিল সার্জন ঢাকা আহ্ছানিয়া মিশন এর কার্যক্রম আরো বাড়ানো যায় কিনা এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম বাড়ানো যায় কিনা প্রস্তাব দেন। মশিউর রহমান অপু বলেন, এম এস এম ও হিজড়াদের মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন। সভায় ঢাকা আহছানিয়া মিশন এর পরিচিতি ও কার্যক্রম এবং অর্জন নিয়ে আলোচনা করা হয়। সমাজের অনেক লোক এখনও এইচআইভি/এইডস এর ভয়াবহতা সম্পর্কে অকাত নন বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমন অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় হিজড়া এবং এম এস এমদের প্রকল্পে অংশগ্রহণ ও তাদের সমস্যা নিয়ে বিবিধ আলোচনা করা হয় এবং এইচআইভি/এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এম. এস. এম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিকল্প পেশার উৎস করার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply