নিজস্ব প্রতিবেদক;
আজ ২৭ জুন ২০২৩ খ্রিঃ অপরাহ্নে বরিশাল মহানগরীর কাগাসুরা পশুর হাট পরিদর্শন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-(বার)।
পরিদর্শনকালে তিনি হাটের ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি, ক্রেতাদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত খাজনার বেশি আদায় করা হচ্ছে কিনা, পশুর হাটে কোন প্রকার দালাল রয়েছে কিনা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে জাল টাকা সনাক্তকরণ মেশিনের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা, টাকা স্থানান্তরের ক্ষেত্রে পুলিশি সহায়তা নিচ্ছেন কিনা, ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও নৈশ প্রহরীর ব্যবস্থা আছে কিনা ইত্যাদি বিষয় যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply