মোঃ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর (উত্তর) প্রতিনিধি;
গতকাল (৩০ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়
দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হয় রাত প্রায় ১০টায়।
এ সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ২০০০ গ্রাজুয়েটদের অফিসিয়ালি গ্রাজুয়েশন সম্মানোনা দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি, মাননীয় শিক্ষামন্ত্রী,বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানের প্রধান স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, প্রফেসর ড. একে আজাদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টিবোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আতিকুল ইসলাম এবং ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য, রেজিস্টার, ট্রেজারার এবং বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক মহোদয়গণ।
সবচাইতে চমকপ্রদ বিষয় ছিল এই যে, বর্তমানে বহুল আলোচিত সুরঙ্গ সিনেমার অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা স্ব-শরীরে উপস্থিত থেকে গ্রাজুয়েশন সম্মাননা গ্রহণ করেন।
উল্লেখ্য তিনি ২০১৮ সালের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন।
২০০১ সালে দুটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
যা ২ দশক পরে এখন আটটি অনুষদের অধীনে দশ টি প্রোগ্রাম এর মাধ্যমে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পোস্ট গ্রাজুয়েশনসহ পিএইচডি এবং বিভিন্ন শিক্ষার কার্যক্রমের সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত রয়েছে।
এই বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস হলো রাজধানীর গুলশানে এবং স্থায়ী ক্যাম্পাস হলো সাভারের আশুলিয়াতে অবস্থিত।
Leave a Reply