নিজস্ব প্রতিবেদকঃ
বেতাগীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে।আহতর নাম আবুল কাশেম হাওলাদার (৪০)। আবুল কাশেম হাওলাদার বেতাগী থানাধীন পূর্ব রানিপুর গ্রামের মৃত দাদন আলী হাওলাদারের ছেলে।
পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আহতকে বেতাগী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্য চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে, আহত আবুল কাশেম হাওলাদার ও তার ভাই রফিকুল ইসলাম ২০১৭ সালে ২০ শতাংশ জমি ২ ভাইয়ের নামে ক্রয় করে। দীর্ঘদিন যাবৎ তাদের জমি রফিকুল ইসলাম একাই ভোগ দখল করে আসছে। এ নিয়ে রফিকুলের ভাই আবুল কাশেম তার ভাইয়ের কাছে জমি চাইতে গেলে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছে রফিকুল ইসলাম।
গত ৫ ই সেপ্টেম্বর আবুল কাশেম হাওলাদার তার জমির কাছে গেলে পূর্ব শত্রুতার জেরে তার ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী সাজিয়া লাঠি ও লোহার রড দিয়ে আবুল কাশেম হাওলাদারকে এলোপাতাড়ি শুরু করে।
আহতসূত্রে আরও জানাই দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত দফায় দফায় আবুল কাশেম হাওলাদারকে তার ভাই রফিকুল ইসলাম ও রফিকের স্ত্রী সাজিয়া বেগম লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত আবুল কাশেম হাওলাদার শেবাচিমের অর্থপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি চলছে।
Leave a Reply