আমিনুল ইসলাম;
কার্নিভ্যাল ক্রুজ ও কার্নিভ্যাল ওয়েব দুটি রো রো ফেরি নিয়ে যাত্রা শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-ভোলা (ইলিশা রুটে) জাহাজ দুটি চলাচল করবে। সার্ভিসটি পরিচালনায় রয়েছে কার্নিভ্যাল ক্রুজ লিমিটেড।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘যানবাহনসহ যাত্রী পারাপার ফেরি সার্ভিস পৃথিবীর অনেক দেশে আছে। আমাদের দেশে এটি নতুন। এটা আমাদের গর্বের। আমরা ফেরি সার্ভিসে আন্তর্জাতিক মানের অংশ হয়ে গেলাম।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন দেশে জাহাজ তৈরি হচ্ছে, ড্রেজার তৈরি হচ্ছে, যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। একসময় উড়োজাহাজ তৈরি হবে।
দেশে পদ্মা সেতু হয়েছে। ঢাকা শহরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। কর্ণফুলী টানেল,
ভবিষ্যতে পাতাল রেল নির্মাণ করা হবে।
এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি’- এ স্লোগানকে ধারণ করে শুরু হচ্ছে ঢাকা-ভোলা রুটে যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির যাত্রা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) উদ্বোধন হওয়া কার্ণিভাল ক্রুজ লাইন লিমিটেড নতুন এ জাহাজটি পরিচালনা করবে। এতে ঢাকা থেকে ভোলা যাবে ৩৩০ যাত্রীর সঙ্গে যাবে ৩৫ গাড়ি।
১৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদে ফেরির উদ্বোধনের পর কার্নিভাল ক্রুজ লাইনের পরিচালক মাসুম খান জানান, যানবাহনসহ যাত্রীবাহী দুটি রো রো ফেরি আজ ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-ভোলা (ইলিশা) রুটে চলাচল করবে।
ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যাবে। ভোলার ইলিশা ঘাটে দুপুর দুইটায় পৌঁছবে। ইলিশা থেকে রাত নয়টায় ছাড়বে। আপাতত দুটো রো রো ফেরি চলবে এই রুটে।
তিনি জানান, ফেরিতে সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি, চেয়ার ১০০টি। ৩৫টি গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে।
তিনি বলেন, আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দ্বীপজেলা ভোলাবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় মানুষের জন্য সবসময় চিন্তা করেন। তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসতে অনেক পদক্ষেপ নিয়েছেন। ভোলা জেলায় অনেক কিছুই আছে। তাদের যোগাযোগ ব্যবস্থাটা দুর্বল। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য। আগে ভোলার মানুষ যেখানে রাতে মানুষ লঞ্চে চলাচল করত, এখন দিনের বেলায় মানুষ লঞ্চে চলাচল করে। আমরা প্রথম দিনের বেলা লঞ্চ সার্ভিস চালু করেছি। জনগণ উপকার পাচ্ছে। আজকে ঐতিহাসিক যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির উদ্বোধনে
ভোলার মানুষ উৎসব মুখর পরিবেশের সাথে তা গ্রহণ করেছেন।
Leave a Reply