নিউজ ডেস্ক ;
গত ২ মাসে বরিশালে ৬৭০টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় জুলাই মাসে ১৮২টি, আগষ্ট মাসে ১৫৪টি, জেলায় জুলাই মাসে ১৬৭টি, আগস্ট ২০২৩ মাসে ১৬৭টি অপরাধ সহ সর্বমোট ৬৭০টি অপরাধ সংঘটিত হয়েছে। গতকাল সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইন শৃঙ্খলা ২০২৩ কমিটির আগষ্ট মাসের মাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় ২০২৩ সনে জুলাই মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৮২টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে জুলাই ২০২৩ দশ্যূতা ১টি, খুন ৩টি, সিধেল চুরি ২টি, চুরি ৬টি, নারী নির্যাতন ১২টি, মাদকদ্রব্য ৮৬টি, দ্রুতবিচার ২টি, শিশু নির্যাতন ১০টি, অন্যান্য ৬০টি সহ মোট ১৮২টি অপরাধ সংঘটিত হয়েছে। ২০২৩ সনের আগষ্ট মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৫৪টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ডাকাতি ১টি, খুন ২টি, সিধেল চুরি ৬টি, চুরি ৫টি, নারী নির্যাতন ১০টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি, মাদকদ্রব্য ৭৮টি, শিশু নির্যাতন ৭টি, অন্যান্য ৪৪টি অপরাধ সহ মোট ১৫৪টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে বরিশাল জেলায় ২০২৩ সনের জুলাই মাসে ১৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে দশ্যূতা ১টি, সিধেলচুরি ১টি, চুরি ৩টি, নারী নির্যাতন ২০টি, মাদকদ্রব্য ৩৪টি, বিষ্ফোরক দ্রব্য ১টি, দ্রুতবিচার ১টি, ধর্ষণ ৮টি, অন্যান্য ৯৮টি সহ মোট ১৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে ২০২৩ সনের আগষ্ট মাসে বরিশাল জেলায় ১৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে দশ্যূতা ৩টি, খুন ৫টি, সিধেল চুরি ৩টি, চুরি ৫টি, নারী নির্যাতন ১৪টি, অস্ত্র আইন ১টি, মাদকদ্রব্য ৪৭টি, ধর্ষণ ৩টি, অন্যান্য অপরাধ ৮৬টি সহ মোট ১৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে। বরিশাল জেলায় জুলাই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮টি, আগষ্ট মাসে ধষর্ণ কমে ৩টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে ২০২২ সনে আগষ্ট মাসে ৭টি ধর্ষণ মামলা হয়েছে। গতকালের সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবদুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ মোঃ ফরহাদ সরদার প্রমুখ।
Leave a Reply