মোঃ মিলন, মির্জাগন্জ প্রতিনিধি;
সাবেক সফল সরাস্ট্র ও বানিজ্য মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মহোদয় শুক্রবার বিকেল চার ঘটিকায় মির্জাগন্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারত করে গত শুক্র বার ৮/৯/২০২৩ ইং তারিখ মির্জাগন্জ উপজেলার মহিষকাটা বাজারে রাত আনুমানিক ১১ঘটিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর আগুনে পুরে যায়। সাথে থাকা আরও ২টি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।এ ছারাও মোহাম্মাদ খলিল বিশ্বাস এর সেন্টারিং এর মালামাল পুরে জায়।জননেতা আলতাফ হোসেন চৌধুরী আগুনে পুরে জাওয়া স্থান পরিদর্শন করেন ও ক্ষতি গ্রস্থদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন। এবং বেশি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ কিছু অর্থ বিতরণ করেন।
Leave a Reply