সৈয়দ নাঈম;
রবিবার সকাল ১১:০০ টায় রুপাতলি বাসস্ট্যান্ডের সম্মুখে ইজিবাইক সংগ্রাম পরিষদ রুপাতলি শাখা কমিটির উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ২৪ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বাসদের সদস্য শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদের ২৫ নং ওয়ার্ড সভাপতি রাব্বি হাওলাদার, ২৬ নং ওয়ার্ড সভাপতি কবির খান, ২৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিরাজ হাওলাদার, ৯নং দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন সহ অন্যন্য নেতৃবৃন্দরা।
মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা বলেন, ইজিবাইক সংগ্রাম পরিষদের ১২ বছর আন্দোলন সংগ্রাম করে সুপ্রিম কোর্টের মূল দিয়ে বিআরটিএ এর নীতিমালা অর্জন করতে সক্ষম হয়েছি। মানববন্ধন থেকে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল-২০২৩ করা, পুলিশের মামলা অনাধিক ৫০০ টাকা করা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্মাণ করার জোড়ালো দাবি জানানো হয়। পরিষদের পক্ষ থেকে এই ৩ দফা দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়ার কথা বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি মিছিল বের করে।
Leave a Reply