সৈয়দ নাঈম //
ইলিশ মাছ একটি সামুদ্রিক প্রাণী। দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরেও রপ্তানি হচ্ছে, যা দেশের জন্য অর্থনৈতিকভাবে বড় একটি লাভাংশ। তাই ইলিশ প্রজনন বাড়াতে সরকারের বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। আর সেই ইলিশ প্রধান প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে অভিনব কৌশলে নদীতে মাছ ধরতে মরিয়া বরিশালে শিশু ও অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের করা হচ্ছে ব্যবহার। তাদের দিয়ে নদীতে জাল ফেলা, মাছ ধরা ও জাল তোলাসহ সব কাজই হয় করানো। এতে সরকারি নিষেধাজ্ঞা পালনে হচ্ছে বাধাগ্রস্ত।
মৎস্য অধিদপ্তর বলছে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে সমস্যার সমাধান হতে পারে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ব্যাপারে নেওয়া হচ্ছে যথাযথ আইনগত ব্যবস্থা।
দেখা যায়, কারও বয়স দেখানো হচ্ছে ১০ থেকে ১২, কারও ১৫ থেকে ১৭ বছর। এরা সবাই নদীতীরবর্তী এলাকার বাসিন্দা। শিশু-কিশোর বয়স্কে কাজে লাগিয়ে ব্যবহার করা হচ্ছে মাছ ধরার কাজে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। প্রতিদিনই চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
তাই গ্রেপ্তার এবং জেল-জরিমানা এড়াতে বরিশাল অঞ্চলের নদ-নদীতে মাছ ধরার জন্য এই অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। প্রাপ্ত বয়স্ক পুরুষের পরিবর্তে নদীতে নামছে শিশু ও কিশোররা। তাই ছেড়ে দেয়া হচ্ছে মুচলেকার মাধ্যমে।
এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থার কথা জানায় নৌপুলিশ।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, বিচারিক কার্যক্রমে প্রচলিত আইনে যতটুকু শাস্তির বিধান রয়েছে সেভাবেই কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। আমরা সেই পদক্ষেপ নেয়ার চেষ্টা করি। আমরাও চাই সকলকে সঠিক বিচারের আওতায় আনার। সমস্যার সমাধান হতে পারে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলেই।
জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ১৮ বছরের নিচে হলে যার জন্য আইনের আওতায় আনা হচ্ছেনা, অভিভাবকের মাধ্যমে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থাকি। তবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদেরকে অর্থাৎ শিশু-কিশোরদের অবিভাবকের উপস্থিতিতে সচেতনামূলক মুচলেকা নিয়ে ছেড়ে দেই।
Leave a Reply