সৈয়দ নাঈম//
মৌসুমের শুরুতেই গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন ইট ভাঁটা মালিকরা।
১৭ নভেম্বর মিধিলির প্রভাবে ভারী বর্ষনে বরিশাল সদর উপজেলার ১৮টি ইট ভাঁটার কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে যাওয়ায় অনন্ত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান সদর উপজেলা ইট ভাঁটার মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান খসরু।
তিনি আরও বলেন, মৌসুমির শুরুতেই মিধিলির ভারী বর্ষনে ভাটা মালিকরা মহা বিপদে পরে গেছে। অনেকের চুল্লীর আগুন পর্যন্ত নিবে যাওয়ায় পুনরায় আগুন জ্বালাতে হয়েছে এমনকি আমার চুল্লীর আগুনও নতুন করে জ্বালাতে হয়েছে। এতে অধিকাংশ ভাটার কাঁচা ইট সম্পুর্ন নষ্ট হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পিলিথিন দিয়ে ঢেকে রাখার পরে-ও সেগুলো রক্ষা করা যায়নি। আমাদের ক্ষতি কাটিয়ে ওঠা এখন চ্যালেঞ্জিক।
তবে সরকার কর্তৃক যদি এবিষয়ের কারণে ভ্যাট ট্যাক্স কমানোর সম্ভব হয় কিছুটা হলেও কাটিয়ে ওঠা যাবে। আশাকরি সরকার কর্তৃক ভালো কিছু আস্বস্ত পাবো।
Leave a Reply