নিজস্ব প্রতিবেদক//
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন। সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে রবিবার সন্ধ্যায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে বাবুগঞ্জ ত্যাগ করেন এই কর্মীবান্ধব নেতা। সোমবার সকালে ঢাকা সদরঘাট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি সংবলিত ৫শ ব্যানার ফেস্টুন নিয়ে নৌকার মিছিল সহকারে বঙ্গবন্ধু এ্যাভিনিউর দলীয় কার্যালয়ে যান তারা। উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে নেতাকর্মীদের সাথে ফটোসেশনে অংশ গ্রহণ করেন মনোনয়ন প্রত্যাশী এসএম খালেদ হোসেন স্বপন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। তিন টাইম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দলের ও নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছি। আমার নেতা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশনায় রাজনৈতিক মাঠে সর্বদা এ্যাক্টিভ ছিলাম। বাবুগঞ্জ-মুলাদীর আওয়ামী নেতাকর্মীদের চাওয়ার প্রতিফলন ঘটাতে মনোনয়ন সংগ্রহ করেছি।
Leave a Reply